Sunday , 20 October 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » সাপাহারে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বাল্য বিয়ে প্রতিরোধে গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

সাপাহারে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বাল্য বিয়ে প্রতিরোধে গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

September 19, 2019 1:38 pm by: Category: নওগাঁ জেলার খবর, বাংলাদেশ Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর সাপাহারে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস্ রাইটস্ প্রজেক্ট এর আওতায় ইউনিয়ন সি,এস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী সংগঠন ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে সাপাহার উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গনতান্ত্রিক সংলাপে বিভিন্ন সিএস এলায়েন্স সদস্যদের প্রশ্নের উত্তর প্রদান মুলক প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আকবর আলী, অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য মো: মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, শ্রী জগন্নথ, সাংবাদিক তছলিম উদ্দীন, এনজিও সংস্থা ডাসকোর কিসমত আরা প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের প্রায় অর্ধশত সিএস এলায়েন্স এর সদস্য সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তি বগ উপস্থিত ছিলেন।

সাপাহারে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বাল্য বিয়ে প্রতিরোধে গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর সাপাহারে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস্ রাইটস্ প্রজেক্ট এর আওতায় ইউনিয়ন সি,এস এলায়েন্স এবং স্থানীয় ক নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর সাপাহারে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস্ রাইটস্ প্রজেক্ট এর আওতায় ইউনিয়ন সি,এস এলায়েন্স এবং স্থানীয় ক Rating: 0

Leave a Comment

scroll to top