Thursday , 18 April 2019

এইমাত্র পাওয়া খবর
Home » অর্থনীতি » মান্দায় সোনালীকা ডে’১৮ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

মান্দায় সোনালীকা ডে’১৮ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

September 12, 2018 2:09 am by: Category: অর্থনীতি, নওগাঁ জেলার খবর, শিল্প ও বাণিজ্য Leave a comment A+ / A-

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সোনালীকা ডে’ ২০১৮ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থকে সন্ধা ৬টা পর্যন্ত উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (ফেরিঘাটে) সোনালীকা ডে’ ২০১৮ উপলে দেশের স্বনামধন্য ও শীর্ষ এসিআই মর্টস এর সোনালীকা ট্রাকটরের একটানা সার্ভিসিং কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া এসিআই কোম্পানীর সরবরাহকৃত বিভিন্ন সরঞ্জামাদীর বিক্রয় করা হয়। বেলা ১১টায় সোনালীকা ট্রাকটরের এরিয়া সেলৃস এক্সিকিউটিভ মোঃ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন এসিআই মর্টস এর সোনালীকা ট্রাকটরের এসআর আরএসএম মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মান্দা সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি মামুন অর রশিদ মামুন। অন্যান্যের মধ্যে এসিআই মর্টস এর সোনালীকা ট্রাকটরের রিক্ভারি অফিসার এমরান হোসেন, মার্কেটিং অফিসার ইয়াছিন আরাফাত, উপজেলা কৃষকলীগের সিনিয়র সভাপতি শাহিনুর ইসলাম শাহিন, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মজিদ, জামাল হোসেন প্রমূখ।
শেষে গ্রাহকদের নিয়ে বিভিন্ন গেমস্ ও র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়।

মান্দায় সোনালীকা ডে’১৮ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত Reviewed by on . মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সোনালীকা ডে’ ২০১৮ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থকে সন্ধা ৬টা পর্যন্ত উপজেল মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সোনালীকা ডে’ ২০১৮ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থকে সন্ধা ৬টা পর্যন্ত উপজেল Rating: 0

Leave a Comment

scroll to top