Wednesday , 19 June 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » নারী সাংবাদিককে অপমান করার প্রতিবাদে নওগাঁয় যুব মহিলা লীগের ঝাঁটা নিয়ে বিক্ষোভ

নারী সাংবাদিককে অপমান করার প্রতিবাদে নওগাঁয় যুব মহিলা লীগের ঝাঁটা নিয়ে বিক্ষোভ

October 25, 2018 1:26 pm by: Category: নওগাঁ জেলার খবর Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ একাত্তর টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে সকল নারী সমাজকে অপমান করার অপরাধে জামাত বিএনপির এজেন্ট তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে ঝাঁটা নিয়ে নওগাঁয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপূরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, সাধারন সম্পাদক ফেন্সি চৌধূরী, সহ-সভাপতি রিনা, সাংগঠনিক সম্পাদক পারুল, সদস্য মৌসুমি সুলতানা শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ব্যারিস্টার মইনুল হোসেনের কুশ পুত্তলিকা দাহ করা হয়।

নারী সাংবাদিককে অপমান করার প্রতিবাদে নওগাঁয় যুব মহিলা লীগের ঝাঁটা নিয়ে বিক্ষোভ Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ একাত্তর টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে সকল নারী সমাজকে অপমান করার অপরাধে জামাত বিএনপির এজেন্ট তত্ত্ নওগাঁ জেলা সংবাদদাতা ঃ একাত্তর টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে সকল নারী সমাজকে অপমান করার অপরাধে জামাত বিএনপির এজেন্ট তত্ত্ Rating: 0

Leave a Comment

scroll to top