
নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় ডিপিএইচই ডাব্লিউএইচও সহায়তাপুষ্ট সিআ্র-ডাব্লিউএসপি এর বাস্তবায়ন ইতিমধ্যেই নওগাঁ পৌরসভায় সম্পন্ন হয়েছে। উক্ত প্রকল্পের কাজ বিস্তারে আরও উন্নত করা যায় এই লক্ষ্যে একটি নিরিক্ষন কার্যক্রম দুই দিন ব্যাপী নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রম পরিচালনা করেন, ডিপিএইচই ও ডাব্লিউএইচও এর একজন পরামর্শক মিষ্টার রোরি মোসেস মেকিউন। সোমবার পৌরসভার মিলনায়তনে পৌরসভার প্যানেল মেয়র হাসান ইমাম তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ এনপিও ডাব্লিউএইচও শামসুল গফুর মাহমুদ, ডিপিএইচই এর গবেষনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এ,এইচ,এম খালেকুর রহমান, ডিপিএইচই এর নওগাঁর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নিজাম উদ্দীন, কাউন্সিলর রাশেদুল আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।#