Sunday , 19 May 2019

এইমাত্র পাওয়া খবর
Home » অর্থনীতি » নওগাঁয় ৪ দিন ব্যাপী আয়কর মেলার শুভ উদ্বোধন

নওগাঁয় ৪ দিন ব্যাপী আয়কর মেলার শুভ উদ্বোধন

November 14, 2018 10:51 am by: Category: অর্থনীতি, নওগাঁ জেলার খবর, বিনোদন, শিল্প ও বাণিজ্য Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ “আয়করের উদ্দেশ্য, সমৃদ্ধ বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৪দিন ব্যাপী আয়কর মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আয়োজন রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট গোলাম মোঃ শাহ নেওয়াজ। রাজশাহী কর অঞ্চলের নওগঁ-৩, ৪ ও ৫ সার্কেল চারদিন ব্যপী এই আয়কর মেলার আয়োজন করে। নওগাঁ উপ-কর কমিশনার সার্কেল ৩,৪ ও ৫ এর আয়োজন করে। কর বিভাগ নওগাঁ সার্কেল-৩ এর সহকারী কমিশনার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ সরদার সালাহ উদ্দীন মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় করদাতাদের সব ধরণের তথ্যসেবা দেওয়া হচ্ছে। এছাড়া ই-ট্আিইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থা ও রিটার্ন দাখিল করার ব্যবস্থা করতে কর বিভাগের কয়েকটি বুথ ও করের টাকা সরাসরি জমা দেয়ার জন্য মেলাতেই সোনালী ব্যাংকের একটি বুথ রয়েছে। এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
সহকারী কমিশনার (কর) আলমগীর হোসেন জানান, এ বছর নওগাঁ সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন, ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল, দেওয়ান ছেকার আহমেদ শিষান ও সাধন চন্দ্র মজুমদার এমপি। নারীদের মধ্যে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন মালেকা পারভীন এবং তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন এমএ ওবায়দা ও কমল চৌধুরী। দীর্ঘ সময় ধরে প্রদানকারীর স্বীকৃতি পেয়েছেন সামসুন নাহার।#

নওগাঁয় ৪ দিন ব্যাপী আয়কর মেলার শুভ উদ্বোধন Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ “আয়করের উদ্দেশ্য, সমৃদ্ধ বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৪দিন ব্যাপী আয়কর মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আয় নওগাঁ জেলা সংবাদদাতা ঃ “আয়করের উদ্দেশ্য, সমৃদ্ধ বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৪দিন ব্যাপী আয়কর মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আয় Rating: 0

Leave a Comment

scroll to top