Sunday , 19 May 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » নওগাঁয় বিভিন্ন পুজা মন্ডপে আরতি ও অষ্টমীর কুমারী পূজা শুরু

নওগাঁয় বিভিন্ন পুজা মন্ডপে আরতি ও অষ্টমীর কুমারী পূজা শুরু

October 17, 2018 1:17 pm by: Category: নওগাঁ জেলার খবর, বিনোদন Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন পুজা মন্ডপে মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসবে আরতি, শংখ বাজানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং আজ বুধবার সকালে অষ্টমীর কুমারী পূঁজা শুরু হয়েছে। তবে মন্ডপ গুলোয় সাজ-সজ্জা দেখতে প্রচুর ভিড়। বুধবার সকাল থেকে পুজা মন্ডপ গুলোতে দূর্গা দেবীকে পূঁজার অর্ঘ ও আরতি দিয়ে শুরু হয় নবমী পূঁজার নানান আয়োজন। পুজা শুরুর সাথে সাথে মন্ডপে মন্ডপে বেজে উঠে ঢাকের বাজ। নবমী পূজা উপলে সকাল থেকে শহরের কালিতলা মন্দির সহ বিভিন্ন মন্দির গুলোতে হিন্দু সম্প্রদায়ের কুমারী সহ সকল বয়সের মানুষের উপচে পড়া ভীড় ল্য করা গেছে।

নওগাঁয় বিভিন্ন পুজা মন্ডপে আরতি ও অষ্টমীর কুমারী পূজা শুরু Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন পুজা মন্ডপে মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসবে আরতি, শংখ ব নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন পুজা মন্ডপে মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসবে আরতি, শংখ ব Rating: 0

Leave a Comment

scroll to top