Wednesday , 17 July 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » নওগাঁয় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

April 20, 2019 1:27 pm by: Category: নওগাঁ জেলার খবর, বাংলাদেশ, বিনোদন Leave a comment A+ / A-

রায়হান আলম ঃ “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার“ এই প্রতিপাদ্য নিয়ে, স্বাস্থ্য সেবার উদ্ধোধন, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, সারা দেশের স্বাস্থ্য সেক্টরের সার্বিক উন্নয়ন ও জেলার স্বাস্থ্য সেক্টরের উন্নয়নের উপর প্রামান্য চিত্র, অটিজম বিষয়ে, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা ও সুষম খাদ্য নিয়ে আলোচনা সভা, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, আলোক সজ্জা ও সমাপনী আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিবসের উদ্ধোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এই দিবসের উদ্ধোধন করেন। বুধবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি বন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বর্ন্যাঢ্য র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, জেলা স্বাচিপএর সভাপতি ডাঃ আশেক হাসান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, জেলা প্রেস কাবের সভাপতি নবির উদ্দিনসহ হাসপাতালের ডাক্তার, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, নার্সিং ইন্সটিটিউটের ছাত্রীরা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল চত্বরে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশান আরা খানমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা পরিবার পরিকল্পনা বিভগ এর আয়োজন করে। ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করেন এবং সারা দেশের স্বাস্থ্য সেক্টরের সার্বিক উন্নয়ন ও জেলার স্বাস্থ্য সেক্টরের উন্নয়নের উপর প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়, ১৭ এপ্রিল পুষ্টি স্বাস্থ্য সচেতনতা ও সুষম খাদ্য নিয়ে আলোচনা সভা,১৮ এপ্রিল সেবাদাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে মতবিনিময় সভা ও নৈতিকতা বিষয়ে আলোচনা সভা এবং অটিজম বিষয়ে আলোচনা ও সেবাদান, ২০ এপ্রিল সকালে হাসপাতাল চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, উদ্ভাবনী ও বেষ্ট প্রাকটিস শেয়ারিং নিয়ে আলোচনা সভা এবং বিকেলে হাসপাতাল চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, ডাঃ ইসকেè্দার আলী, ডাঃ জাহিদ নজরুল চৌধূরী ও ডাঃ কামরুল আহসান টিপু প্রমুখ স্বাস্থ্য সেবা সপ্তাহের উপর বিস্তারিত আলোচনা করেন বক্তব্য। সভায় ডাক্তার নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।#

নওগাঁয় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Reviewed by on . রায়হান আলম ঃ “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার“ এই প্রতিপাদ্য নিয়ে, স্বাস্থ্য সেবার উদ্ধোধন, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মস রায়হান আলম ঃ “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার“ এই প্রতিপাদ্য নিয়ে, স্বাস্থ্য সেবার উদ্ধোধন, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মস Rating: 0

Leave a Comment

scroll to top