Thursday , 18 April 2019

এইমাত্র পাওয়া খবর
Home » অর্থনীতি » নওগাঁয় নিলয় হিরো এবং পল্লী এন্টারপ্রাইজের উদ্যেগে তিনদিনব্যাপী মেগাসার্ভিসের উদ্বোধন

নওগাঁয় নিলয় হিরো এবং পল্লী এন্টারপ্রাইজের উদ্যেগে তিনদিনব্যাপী মেগাসার্ভিসের উদ্বোধন

November 27, 2018 2:17 pm by: Category: অর্থনীতি, নওগাঁ জেলার খবর, শিল্প ও বাণিজ্য Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় হিরো, নিলয় মটরস্রে তিনদিনব্যাপী মেগাসার্ভিসের উদ্বোধন করা হয়েছে। নিলয় হিরো এবং পল্লী এন্টারপ্রাইজ নওগাঁর উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেগাসার্ভিস অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, এইচ.এন.বি.এল এর চীফ মার্কেটিং অফিসার অনূপ রায়, নিলয় মটরস্ লিঃ এর চীফ মার্কেটিং অফিসার মোঃ আবু আসলাম, হিরো আফটার সেলস্ কান্ট্রি ম্যানেজার আশিষ বেক, নিলয় মটরস্ এর হেড অফ সার্ভিস মনিরুজ্জামান, বগুড়া রিজিওনাল ম্যানেজার পার্থ সরকার, আফটার সেলস্ ম্যানেজার নয়ন হোসেন, নিলয় মটরস্ এর এ্যাসিসটেন্ট ম্যানেজার লিয়াকত আলী, এক্সিকিউটিভ শাহাদত হোসেন পাটোয়ারী, সার্বিক সহযোগিতায় হিরো ও নিলয় মটরস্ এর নওগাঁ জেলার পরিবেশক কামরুল হাসান। উল্লেখ্য ২৭, ২৮ ও ২৯ নভেম্বর সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে হিরো ও নিলয় মটরস্রে সকল মটরসাইকেলের ফ্রি সার্ভিস করা হবে।

নওগাঁয় নিলয় হিরো এবং পল্লী এন্টারপ্রাইজের উদ্যেগে তিনদিনব্যাপী মেগাসার্ভিসের উদ্বোধন Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় হিরো, নিলয় মটরস্রে তিনদিনব্যাপী মেগাসার্ভিসের উদ্বোধন করা হয়েছে। নিলয় হিরো এবং পল্লী এন্টারপ্রাইজ নওগাঁর উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টা নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় হিরো, নিলয় মটরস্রে তিনদিনব্যাপী মেগাসার্ভিসের উদ্বোধন করা হয়েছে। নিলয় হিরো এবং পল্লী এন্টারপ্রাইজ নওগাঁর উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টা Rating: 0

Leave a Comment

scroll to top