Thursday , 18 April 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » নওগাঁয় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট: আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে সাধারন মানুষ

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট: আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে সাধারন মানুষ

September 23, 2018 12:21 pm by: Category: নওগাঁ জেলার খবর Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ সদ্য পাশকৃত সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট করছে বাস শ্রমিকরা। এর কারনে রবিবার সকাল থেকে জেলার অভ্যন্তরিন কোন রুটেই বাস চলাচল করেনি। টানা দু দিনের পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ।
শ্রমিকরা জানান, পাশকৃত আইনে হত্যাকান্ড প্রমান হলে ৫ লাখ টাকা জরিমানা ও ৫ বছর জেলের যে বিধান রাখা হয়েছে তা মটেও গ্রহনযোগ্য নয়। তাদের মতে, সড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা ও সড়কগুলোর বেহাল দশার কারনের সড়ক দূর্ঘটনা বন্ধ হচ্ছে না। কিন্তু সরকার এসব সুরাহা না করে উল্টো চালকদের বিরুদ্ধে আইন করেছে তা মেনে নেয়ার মত নয়।#

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট: আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে সাধারন মানুষ Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ সদ্য পাশকৃত সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট করছে বাস শ্রমিকরা। এর কারনে রবিবার সকাল থেকে জেলার অভ্যন্তর নওগাঁ জেলা সংবাদদাতা ঃ সদ্য পাশকৃত সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট করছে বাস শ্রমিকরা। এর কারনে রবিবার সকাল থেকে জেলার অভ্যন্তর Rating: 0

Leave a Comment

scroll to top