Wednesday , 24 April 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » নওগাঁয় এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা

নওগাঁয় এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা

October 31, 2018 1:05 pm by: Category: নওগাঁ জেলার খবর, বিনোদন Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৫ জন ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। বুধবার দুপুরে নওগাঁ নওজোয়ান মাঠে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টাপ্রাইজের এমডি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, স্য়াাম সিটি সিমেন্ট লিমিটেডের ব্যানিজ্যিক পরিচালক মিঃ ষ্টার জিং কাই জাও, স্য়াাম সিটি সিমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক নাসিরুল আলম সুমন, নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল হক, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিুিনয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, জেলা ছাত্রলীগের সাব্বির রহমান রিজভী, অভিভাবক জিল্লুর রহমান ও মৌসুমী আহমেদ, কৃতি শিক্ষার্থী রায়হান মানিক ও রেজোয়ান শারমিন তমা প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রছীদেরকে ক্রেষ্ট, সনদপত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœজীবিনী বই তুলে দেন।#

নওগাঁয় এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৫ জন ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মু নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৫ জন ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মু Rating: 0

Leave a Comment

scroll to top