Wednesday , 24 April 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » নওগাঁর রাণীনগরে টিএক্স-ইসরাফিল আলম ফাউন্ডেশনের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

নওগাঁর রাণীনগরে টিএক্স-ইসরাফিল আলম ফাউন্ডেশনের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

October 18, 2018 12:06 pm by: Category: নওগাঁ জেলার খবর, রাজনীতি Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর রাণীনগরে তাইওয়ানের টিএক্স ফাউন্ডেশনের অর্থায়নে টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশনের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাণীনগর মহিলা অনার্স কলেজ সংলগ্ন নব-নির্মিত টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশন ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন টিএক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লিসা লিন, টিএক্স ফাউন্ডেশনের আন্তর্জাতিক উপদেষ্ঠা ফ্রিদা মিরিকিস, টিএক্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইরু লাই, ওয়ারবি’র চেয়ারম্যঅন সৈয়দ সাইফুল ইসলাম, নিরাপদ অভিবাসী সংক্রান্ত জাতীয় নের্টওয়াকের (বোয়াফ) চেয়ারম্যান নাজমুল আহসান, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ইসরাফিল আলম পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মাসুদ পারভেজ, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মোহন্ত প্রমুখ।

নওগাঁর রাণীনগরে টিএক্স-ইসরাফিল আলম ফাউন্ডেশনের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর রাণীনগরে তাইওয়ানের টিএক্স ফাউন্ডেশনের অর্থায়নে টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশনের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর রাণীনগরে তাইওয়ানের টিএক্স ফাউন্ডেশনের অর্থায়নে টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশনের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস Rating: 0

Leave a Comment

scroll to top