Sunday , 19 May 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » নওগাঁর রাণীনগরে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

October 17, 2018 1:19 pm by: Category: নওগাঁ জেলার খবর, শিল্প ও বাণিজ্য Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর রাণীনগরে বাংলাদেশের অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের পথ খুজে বের করা এবং অভিবাসন নিশ্চিত করার লক্ষে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতারণার উপাত্ত সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম (বোয়াফ) এর চেয়ারম্যান মো: নাজমুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছা: শামীমা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য মোছা: পারভীন আক্তার, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, বেসরকারি এনজিও সংস্থা রাণী’র নির্বাহী পরিচালক ফজলুল হক খাঁন, বেসরকারি এনজিও সংস্থা জননী’র নির্বাহী পরিছারক আকরামুল ইসলাম প্রমুখ।
সভায় বিদেশে দালালদের মাধ্যমে গিয়ে প্রতারিত হয়ে ফেরত আসা শ্রমিকরা তাদের প্রবাসী জীবনের কষ্টের কথা তুলে ধরেন। সভায় দালালদের চিহ্নিত করে সরকারের উদ্যোগে এই সব প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তরমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জোড়ালো প্রদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ার বিভিন্ন বিষয় এবং সরকারের অনুমোদিত এজেন্সীর মাধ্যমে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ‘নিরাপদ অভিবাসন’এর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নওগাঁর রাণীনগরে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর রাণীনগরে বাংলাদেশের অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের পথ খুজে বের করা এবং অভিবাসন নিশ্চিত করার লক্ষে অভিব নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর রাণীনগরে বাংলাদেশের অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের পথ খুজে বের করা এবং অভিবাসন নিশ্চিত করার লক্ষে অভিব Rating: 0

Leave a Comment

scroll to top