Wednesday , 19 June 2019

এইমাত্র পাওয়া খবর
Home » নওগাঁ জেলার খবর » নওগাঁর পত্নিতলায় পিতা-পুত্রসহ ৩ মোটর সাইকেলের আরোহী ট্রাকের চাপায় নিহত

নওগাঁর পত্নিতলায় পিতা-পুত্রসহ ৩ মোটর সাইকেলের আরোহী ট্রাকের চাপায় নিহত

October 9, 2018 12:18 pm by: Category: নওগাঁ জেলার খবর Leave a comment A+ / A-

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর পতœীতলা আঞ্চলিক মহা-সড়কের পুঁইয়া নামক স্থানে ট্রাকের চাপায় পিতা-পুত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেনঃ জেলার মহাদেবপুর উপজেলার চকদৌল বাজিতপুর গ্রামের আব্দুস সালাম (৫০), তার ছেলে তৌফিক (২৭) এবং ছেলের বন্ধু পতœীতলা উপজেলা সদরের ঈদগাহ পাড়া’র ওয়াহেদ মাষ্টারের ছেলে রনি (২৬)।
পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার মর্মান্তিক সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহীরা পতœীতলা থেকে মহাদেবপুরে যাচ্ছিলেন। এসময় পতœীতলা ব্রাক অফিসের সামনে পুঁইয়া নামক স্থানে দ্রুতগামী ট্রাক সামনের দিক থেকে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেলের তিন আরোহী। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং মৃতদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।#

নওগাঁর পত্নিতলায় পিতা-পুত্রসহ ৩ মোটর সাইকেলের আরোহী ট্রাকের চাপায় নিহত Reviewed by on . নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর পতœীতলা আঞ্চলিক মহা-সড়কের পুঁইয়া নামক স্থানে ট্রাকের চাপায় পিতা-পুত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দ নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর পতœীতলা আঞ্চলিক মহা-সড়কের পুঁইয়া নামক স্থানে ট্রাকের চাপায় পিতা-পুত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দ Rating: 0

Leave a Comment

scroll to top